Sketch of forest

এক গাঁয়ে

– রবীন্দ্রনাথ ঠাকুর ছবি সৌজন্যঃ সৌম্যালী বসু মল্লিক Guest Artist আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ, তাদের গাছে গায় যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন-করা ভেড়া চরে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের ‘পরে নিই তাহারে তুলে।                                                          আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,                                              আমাদের এই নদীর নাম অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে– আমাদের … Continue reading এক গাঁয়ে