হারানো মেঘ
-অয়ন গুঁই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠতে উঠতে একটা অদ্ভুত নস্টালজিয়া মেঘকে গ্রাস করছিল। প্রায় দশ বছর পর কলকাতায় ফিরলো সে। প্রথমে ভেবেছিল গাড়ি করেই বাড়ি ফিরবে। তারপর ভাবলো না ট্রেনে করে ফিরবে। অনেকবছর হয়ে গেল শিয়ালদাহ মেইন লাইনে ট্রেনে ওঠা হয়নি। সাতপাঁচ ভাবতে ভাবতে নিজের মনেই হেসে উঠলো। বয়স বেড়েছে অনেকটাই, চুলেও পাক ধরেছে, কিন্তু সেদিনের সেই খামখেয়ালি মেঘ আজ এত বছর পরেও একই … Continue reading হারানো মেঘ